নিজের গানে মডেল হয়ে কুসুম সিকদার - 24 Live Channel

Allways Update News...

Home Ads

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

নিজের গানে মডেল হয়ে কুসুম সিকদার

নিজের গানে মডেল হয়ে কুসুম সিকদার

 

  


অভিনয়ের বাইরে গান গেয়ে এবং নিজের গানে মডেল হয়ে কুসুম সিকদার মাঝখানে বেশ আলোচনা-সমালোচনায়র জন্ম দিয়েছিলেন। সূচনা একটি মিউজিক ভিডিও নিয়ে। 
আর বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকী মামলাও দায়ের করা হয় এই অভিনেত্রীর বিরুদ্ধে। যে মিউজিক ভিডিও নিয়ে এতো হইচই সেটার নাম নেশা। নামের সাথে কুসুমের এক্সপ্রেশনের যথেষ্ট মিল ছিল। যার ফলে সেটাকে অশ্লীল বলে দাবি করা হয়। অবশ্য আবেদনময়ী! 

এমন কুসুম সিকদারকে আগে কেউ দেখেনি। ‘নেশা’ গান ভিডিওতে কুসুমকে দেখে অনেকেই চমকে যান। গত বছর ৩ আগস্ট মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছিল। তবে এখন কেমন কোথায় আছেন সাবেক এই লাক্স তারকা? যোগাযোগ করা হয়েছিল কুসুম সিকদারের সাথে। জানালেন শুক্রবার সিঙ্গাপুর গেছেন তিনি। কেন? একান্তই ব্যক্তিগত সফর এটি। কোনো কাজের জন্য না।কুসুুম বলেন, স্বামীর সাথে সিঙ্গাপুর যাচ্ছি। দশদিনের একটি পারিবারিক সফর। এই সময়টা শুধু পরিবারের চিন্তা আর আনন্দময় অভিজ্ঞতা নিয়েই ফিরতে চাই।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here